নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ‘ওয়ালটন প্রথম রােলার স্কেটিং ম্যারাথন-২০২২ প্রতিযােগিতার উদ্বোধন করা হয়েছে।
সকালে সমুদ্র সৈকতের লাবনী বিচ পয়েন্টস্থ জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে এ প্রতিযােগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রােলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
জেলা প্রশাসক মাে. মামুনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের জেষ্ঠ্য নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনােয়ার (ডন), ম্যারাথন প্রতিযােগিতার আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব আখতারুজ জামান খান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভােকেট জসীম উদ্দিন, ক্রীড়া সংগঠক নুরুল কবির পাশা, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে টেকনাফ হাজং পাড়া থেকে শুরু হওয়া এ প্রতিযােগিতায় সারা দেশের ২০০ জন রােলার স্কেটার অংশ নেয় এবং এটি টেকনাফ জিরাে পয়েন্টস্থ সাবরাং এক্সকুসিভ ট্যুরিস্ট জোন এলাকায় গিয়ে শেষ হয়।
প্রতিযােগিতার শেষদিন আগামীকাল শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে অংশগ্রহণকারী সকল স্কেটারদের নিয়ে বিচ ক্লিনিং কর্মসূচী অনুষ্ঠিত হবে। এরপর ‘ওয়ালটন প্রথম রােলার স্কেটিং ম্যারাথন-২০২২ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আয়ােজন করা হবে।
এবারের এই প্রথম রােলার স্কেটিং ম্যারাথন প্রতিযােগিতার আওতায় ছিল- স্কেট বাের্ডিং প্রতিযােগিতা, রােলার স্কেটিং খেলার প্রদর্শনী, আকর্ষণীয় স্কেটিং র্যালি, অংশগ্রহণকারী সকল স্কেটারদের নিয়ে বিচ ক্লিনিং কর্মসূচী ও তিনদিন ব্যাপী কক্সবাজারের তৃণমূল পর্যায়ে রােলার স্কেটিং ও রােপ স্কিপিং প্রশিক্ষণ কর্মসূচি।
এ প্রতিযােগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।