300X70
শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কক্সবাজারে হোটেল-মোটেলে ঠাঁই না পেয়ে মসজিদে রাতযাপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৪, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ

সংবাদদাতা, কক্সবাজার :  টানা তিন দিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। ভ্রমণ করছেন পাহাড়-সমুদ্রঘেরা মেরিন ড্রাইভ সড়ক ও সৈকতের ১১টি পয়েন্টে। আর আগত পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

জানা গেছে, পর্যটকদের বাড়তি চাপের ফলে ফাকা নেই হোটেল-মোটেল। তাই বাধ্য হয়ে অনেকে সৈকত ও সড়কে ঘুরছেন। উপায়ান্তর না পেয়ে অনেকেই মসজিদেও রাত্রি যাপন করেছেন।

পর্যটকদের অভিয়োগ, বাড়তি চাপের কারণে রেস্তোরাঁ, যানবাহনসহ সব জায়গায় বাড়তি অর্থ আদায় ছাড়াও নানা হয়রানির শিকার হতে হচ্ছে।

জানা গেছে, বৃহস্পতিবার থেকে টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে সাগরের নীল জলরাশি ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য কক্সবাজারে বেড়াতে এসেছেন প্রায় তিন লাখ পর্যটক। শহরের ৪ শতাধিকের বেশি হোটেল-মোটেল ও রিসোর্টে এখন ঠাঁই নেই অবস্থা। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত কোনো রুম খালি নেই বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা।

শুক্রবার বেলা ১১টার দিকে দেখা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে আছেন ঢাকা থেকে আগত দেড় শতাধিক পর্যটক। সকাল থেকে হোটেল-মোটেলে চেষ্টা করেও রুম পাননি তারা। এখন ভরসা শুধুই ফুটপাত। এরকম বিভিন্ন পয়েন্টে হাজার হাজার পর্যটক সড়কের পাশে অবস্থান করছেন।

খুলনা থেকে আগত পর্যটক সাদেকুল ইসলাম জিকু বলেন, সকাল ৮টার দিকে বাস থেকে কক্সবাজার কলাতলী ডলফিন মোড়ে নেমেছি। এরপর কলাতলী নামক একটি রেস্তোরাঁতে সকালের নাস্তা করতে যায়। গিয়ে দেখি সেখানে পা রাখার জায়গা নেই। পরে পাশে রাঁধুনী নামক একটি রেস্তোরাঁয় এক ঘণ্টার মতো অপেক্ষা করে নাস্তা করি। সেই সকাল থেকে রুম খুঁজতেছি এখনো পাইনি। যে হোটেলেই যাই সবার একটি কথা, রুম খালি নেই।

শাহ জাহান নামের অপর এক পর্যটক বলেন, ‘পটিয়া ও দোপাছড়ি থেকে আমরা ১০ জন বন্ধু মিলে কক্সবাজারে এসেছি। হোটেলে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এরপরও রুম পাইনি। সমুদ্র সৈকতে রাত ৯টা পর্যন্ত ঘুরেছি। এরপর বাণিজ্য মেলায় রাত ১১টা পর্যন্ত সময় কাটিয়ে অবশেষে কোথাও থাকার জায়গা না পেয়ে সমজিদে গিয়ে রাত্রি যাপন করেছি’।

ঢাকা থেকে বন্ধুদের সাথে কক্সবাজার ট্যুরে এসেছেন সাকিব। তিনি বলেন, বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে এলাম। এসে দেখি রুম খালি নেই। সকাল থেকে রুম খুঁজতেছি, এখনো পাইনি। একটি কটেজে রুম পেয়েছিলাম। তবে এতো উন্নতমানের না কিন্তু আট হাজার টাকা ভাড়া দাবি করেছে। এছাড়া রুমটাও ছোট, সর্বোচ্চ পাঁচজন থাকতে পারবে। তাই নেয়নি। এখন সিন্ধান্ত নিলাম সাগরে গিয়ে ঘণ্টাখানেক গোসল করব এবং হিমছড়িতে একটু ঘুরে রাতের বাস ধরে ঢাকা ফিরে যাব।

কলাতলী এলাকার তারকা মানের হোটেল সী উত্তরার রিসিপশনের দায়িত্বে থাকা হাসিবুল বলেন, ‘আমাদের হোটেলে ৬২টি রুম আছে, কিন্তু একটিও খালি নেই। আগামী ২৮ তারিখ পর্যন্ত সব বুকিং আছে। অনেক পর্যটক রুমের জন্য এলেও তাদের রুম দিতে পারছি না। আবার অনেকে কল দিয়েও রুম চাচ্ছেন’।

হোটেল দি প্রেসিডেন্টের পরিচালক মোহাম্মদ ফয়েজ বলেন, ‘আমার হোটেলে ৫০টি রুম আছে। সবগুলো এক সপ্তাহ আগেই বুকিং হয়ে গেছে। অনেক পর্যটক রুমের জন্য আসছেন। অনেককেই ফেরত দিতে হয়েছে। কিছু পর্যটক পূর্বের পরিচিত হওয়ায় হোটেলে রুম দিতে না পেরে হোটেলের পাশে থাকা একটি ঘরে ব্যবস্থা করে দিয়েছি। এখনো বাসে করে পর্যটক আসতেছেন‘।

তারকা মানের রেস্তোরাঁ শালিকের মালিক নাছির উদ্দীন বলেন, ‘সকাল থেকে পর্যটকের চাপ বেশি। খাবার দিতে হিমশিম খেতে হচ্ছে। আমার রেস্তোরাঁয় আগে কাজ করতো ২০০ জন। বৃহস্পতিবার থেকে ৪০০ জনের ওপরে কাজ করছে। তারপরও সামাল দিতে পারছি না’।

বাংলাদেশ ট্যুর অপারেটরের (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল বলেন, তিন দিনের ছুটিতে কক্সবাজারের ৪৫০টি হোটেলের সব বুকিং হয়ে গেছে। অনেক পর্যটক অনলাইনে রুম চাইলেও তাদের দিতে পারছি না। আশা করি এই তিন দিনে সাড়ে তিন লাখ পর্যটক সমাগম হবে’।

পর্যটকদের দায়িত্বে নিয়োজিত লাইফগার্ড কর্মী ইউছুফ বলেন, কাল থেকে সমুদ্রসৈকতে পর্যটকের চাপ বেশি। যা সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও চেষ্টা করে যাচ্ছি।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

চতুর্থ দফা অবরোধের ২ দিনে ১৪ যানবাহনে আগুন

শরীয়তপুরে পিআইবি’র প্রশিক্ষণ সাংবাদিকদের সনদ প্রদান

যাত্রাবাড়ীতে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার

নিউ জিল্যান্ড পুলিশের উর্দিতে ‘হিজাব’

রাজধানীর মোহাম্মদপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

রংধনু গ্রুপের মালিকানাধীন জমি প্লট ক্রয়-বিক্রয় থেকে সতর্ক থাকার আহবান

১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া সেই শিক্ষিকার পদত্যাগ, উত্তাল বিশ্ববিদ্যালয়

সভাপতি তানভীর ফরহাদ শামীম ও সম্পাদক ফজলে এলাহী

ক্রীড়াঙ্গনকে ডোপিংমুক্ত রাখতে সরকার বদ্ধপরিকর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মেক্সিকোয় বাংলাদেশ সাংস্কৃতিক দলকে উষ্ণ অভ্যর্থনা