300X70
বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কঙ্গোতে বিদ্যুতের তার ছিঁড়ে অন্তত ২৬ জনের মৃত্যু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৩, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: প্রবল বৃষ্টিপাতের মধ্যে কঙ্গোর রাজধানী কিনশাসার একটি খোলা বাজারে হাই-ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতের তারটি ছিঁড়ে কয়েকটি বাড়ি ও কেনাকাটায় ব্যস্ত লোকজনের ওপর পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন প্রাণ হারান।

হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী বিক্রেতা ছিল বলে জানা গেছে।
তবে কিভাবে তারটি ছিঁড়্ল সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, তারটির একটি অংশ বজ্রপাত আঘাত করেছে বলে ধারণা করছে কঙ্গোর জাতীয় বিদ্যুৎ কোম্পানি। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে কোম্পানিটি।

কিনশাসা প্রাদেশিক সরকারের মুখপাত্র চার্লস এমবুতামুন্টু বলেছেন, সেদিন সকালে বৃষ্টি হয়ে মার্কেটে পানি জমে গিয়েছিল। তারটি ছিঁড়ে ওই জমে থাকা পানির মধ্যে পড়ে যায়।

আরও পড়ুন: পূর্ব ইউরোপে সেনা মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ময়নাতদন্তের জন্য লাশগুলোকে মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন চার্লস এমবুতামুন্টু।

ওই মার্কেটের একজন ব্যবসায়ী জানান, একটু বৃষ্টি হলেই মার্কেট তলিয়ে যায়। সেই পানির মধ্য দিতেই কেনাকাটা সারতে হয় ক্রেতাদের।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :