নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানী ঢাকার কদমতলী থানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন মহাসড়ক এলাকায় গতকাল শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২৯ বোতল ফেনসিডিলসহ সুমন (৪০) নামে ১ জনকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।