300X70
শনিবার , ৩০ এপ্রিল ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

অস্ট্রেলিয়ায় প্রেসিডেন্ট স্কলারশিপ পেয়েছেন বশেমুরবিপ্রবির সাবেক শিক্ষার্থী সজীব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৩০, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ স্কলারশিপ “প্রেসিডেন্ট স্কলারশিপ” পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক শিক্ষার্থী সজীব মন্ডল। উচ্চ শিক্ষার উদ্দেশ্যে তিনি আগামী ১৭ই জুন অস্ট্রেলিয়ার সিডনিতে যাবেন।

অস্ট্রেলিয়ার প্রসিদ্ধ “ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) এ সম্পূর্ণ অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন বশেমুরবিপ্রবির এই কৃতি শিক্ষার্থী। সজীব মন্ডল বশেমুরবিপ্রবির গণিত বিভাগের স্নাতক ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পিরোজপুর জেলায়।

এ বিষয়ে সজীব মন্ডল বলেন, অস্ট্রেলিয়ার নামকরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করব, এটা আমার স্বপ্ন ছিল। অবশেষে, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি অস্ট্রেলিয়ার নামকরা ইউনিভার্সিটি “ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি তে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষা (পিএইচডি) গ্রহণের সুযোগ পেয়েছি। আমি খুবই খুশি এবং আনন্দিত।

আমার এ দীর্ঘ যাত্রায় আমার ছোটমামা শোভন দাস (পিএইচডি স্কলার, ইউনিভার্সিটি অব জর্জিয়া,যুক্তরাষ্ট্র), আমার সুপারভাইজার – মোঃ সিরাজুল ইসলাম (সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, বশেমুরবিপ্রবি) এবং আমার কো-সুপারভাইজার – ডঃ মোঃ হায়দার আলী বিশ্বাস (অধ্যাপক, গণিত বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়) খুব কাছে থেকে আমাকে পথ-নির্দেশনা দিয়েছেন। আমি তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর এমন সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা অভিনন্দন জানাচ্ছেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :