রংপুর ব্যুরো : গতবছর আলু চাষীরা আলু চাষে ভালো ফলন ও বাজারে যথাযথ মুল্য পাওয়ায় লাভবান হয়ে ছিল। সে কারণে এবারও আলু চাষে ঝুকেছেন অনেকেই।
কনকনে শীত, কুয়াশা থাকলেও এখনও কোনো ধরনের লোগ বালাইয়ে ছুতে পারেনি আলু’র চারার ক্ষেতকে। যদি শেষমেষ এ পরিস্থিতি থাকে। আলু উৎপাদনে এবারও লাভের মুখ দেখবে রংপুরসহ এ অঞ্চলের আলু চাষীরা। ছবিতে-সর্ব বামে কৃষাণ মজুরী বাড়লেও উৎসাহ নিয়ে চাষ করছেন চাষী।
আলু ক্ষেতের পরিচর্যায় ব্যষ্ত কৃষাণ আলুর কাধি বাঁধছেন মাটি দ্বারা। মাঝে ছবিতে কৃষাণ ভিটামিন ও বালাইনাশক কিটনাশক ঔষধ ব্যবহার করার নিয়মে স্প্রে রেডি করছেন। শেষে ছবিতে-কৃষাণ নেবার সামর্থ না থাকায় পরিবার শিশুর কাঁধে ঝুলিয়ে দেয়া হয়েছে স্প্রে মেশিন।