বাহিরের দেশ ডেস্ক: গত ১৭ জানুয়ারি মালয়েশিয়ার কেলং বন্দরে কনটেইনার থেকে ফাহিমকে উদ্ধার করা হয়
চট্টগ্রাম থেকে একটি কনটেইনারে ঢুকে মালয়েশিয়া যাওয়া রাতুল ইসলাম ফাহিম (১৪) পানিতে ডুবে মারা গেছে। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম গণমাধ্যমকে জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় ফাহিম।
ফাহিম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড় ছিল।
ফাহিমের বাবা ফারুক মিয়া সাংবাদিকদের বলেন, ছোটবেলা থেকেই ফাহিম একটু বুদ্ধি প্রতিবন্ধী। শনিবার সকাল থেকে আমরা সবাই ধানের কাজে ব্যস্ত ছিলাম। দুপুরে ফাহিম একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।
চলতি বছরের ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্য ছেড়ে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি ইন্টিগ্রা’ জাহাজটি ১৭ জানুয়ারি মালয়েশিয়ার ক্লাং বন্দরে পৌঁছায়। ওই দিন রাতে খালি একটি কনটেইনার থেকে ফাহিমকে উদ্ধার করা হয়। উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মালয়েশিয়ার একটি এনজিওর সেইফ হোমে তাকে রাখা হয়।
সেই সময় ওই কিশোরের কনটেইনার থেকে বেরিয়ে আসার কয়েকটি ভিডিও মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে তাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় সরকার। এরপর ২২ ফেব্রুয়ারি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।