বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পাটির সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও মৃুক্তিযুদ্ধের অনতম্য সংগঠক কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে শিক্ষকদের মর্যাদা শীর্ষক আলোচনা সভা পঞ্চগড়ের বোদায় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে কমরেড মোহাম্মদ ফরহাদের প্রামানিকপাড়া বাড়ি সংলগ্ন প্রামানিকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমরেড মোহাম্মদ ফরহাদ ও শিক্ষকদের মর্যাদা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমরেড মোহাম্মদ ফরহাদের সহর্ধমিনী রিনা ফরহাদ।
পঞ্চগড় জেলা কমিউনিস্ট পাটির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিসট পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, বিশিষ্ট লেখক ও গবেষক আতাউর রহমান মিটন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, জেলা কমিউনিস্ট পাটির সদস্য ও বীরমুক্তিযোদ্ধা এম এ হান্নান, দেবীগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ বর্মন, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক রজনী প্রসাদ ঝাঁ, আহম্মদ আলী প্রামানিক, সহকারী শিক্ষক শওকত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিউনিস্ট পাটি জেলা কমিটির সদস্য ও সাংবাদিক লিহাজ উদ্দীন মানিক। অনুষ্ঠানে কমরেড মোহাম্মদ ফরহাদের অনুসারী, শিক্ষক, শিক্ষাথী সহ কমিউনিস্ট পাটির জেলা ও উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।