300X70
মঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘করোনার তৃতীয় ঢেউ আরো বিপজ্জনক হতে পারে’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২০, ২০২১ ১২:০৮ অপরাহ্ণ

দেশের ৩৬ জেলাতে নেই আইসিইউ
ব্যবস্থা, চাপ বাড়ছে ঢাকাতে

বাঙলা প্রতিদিন: আরো সতর্ক না হলে করোনার তৃতীয় ঢেউ হবে বেশি বিপজ্জনক হতে পারে, বলছেন বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ঢেউ এ সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়া পর্যালোচনা করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর।

তাদের গবেষণা বলছে, করোনার তীব্রতা বেড়েছে, তীব্রতার কারণে সংক্রমণ বাড়ছে।

বর্তমানে করোনা আক্রান্ত ২০ থেকে ২১ ভাগ রোগীকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। গতবার এ হার ছিল অর্ধেক অর্থাৎ ১০ ভাগ। আর প্রতি ১০০ জনে প্রায় ৭ জনের প্রয়োজন হচ্ছে হাইফ্লো অক্সিজেন কিংবা আইসিইউ সেবা।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে।

দেড় মাস ধরে যেমন বাড়ছে করোনার সংক্রমণ অন্যদিকে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

গত বছরের চেয়ে এবছর এপ্রিলে প্রতিদিন মৃত্যু ৫০ শতাংশ বেশি। আর যারা মারা গেছেন তাদের ৫২ শতাংশ হাসপাতালে ভর্তির পাঁচদিনের মধ্যেই মারা গেছেন। বেড়েছে নারী রোগীর মৃত্যুর হারও। গত বছর প্রতি ৩২ মিনিটে ১ জন মারা গেলেও এবার প্রতি ১৬ মিনিটে একজন মারা যাচ্ছেন।

করোনা সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, “এই কয়েকদিন আমরা যে মৃত্যুর হার দেখলাম, তা হলো হাসপাতালের অপ্রতুলতার কারণে। প্রধানমন্ত্রী জুন মাসে বলেছিলেন জেলা পর্যায়ে আইসিইউ এর ব্যবস্থা করতে হবে। কিন্তু সেটাই আমরা পালন করিনি। ৩৬টা জেলাতে আইসিইউ ব্যবস্থা নেই। সেই জেলার লোক সব ঢাকায় চলে আসবে। এজন্য রাজধানীতে খুব চাপ পড়ে গেছে।”

আইইডিসিআর’র উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, “সংক্রমিত হওয়ার তিন সপ্তাহের মধ্যে একজন মানুষের গুরুতর অবস্থা হয়ে যায়। তারা হয়তো দুই সপ্তাহ বাসায় কাটিয়েছেন, গুরুত্ব দেননি। তার পর পর হয়তো তারা হাসপাতালে এসেছেন।”

করোনা সংক্রমণের শুরুতে আক্রান্তের ১০ ভাগ রোগী হাসপাতালে চিকিৎসা নেয়ার দরকার হলেও এবার লাগছে শতকরা ২০ থেকে ২১ ভাগ রোগীর। ভর্তি রোগীদের মধ্যে শতকরা ৬ থেকে ৭ জনের হাইফ্লো অক্সিজেন কিংবা আইসিইউ সেবা প্রয়োজন হচ্ছে।

ডা. নজরুল ইসলাম বলেন, “যেসব সংক্রমণ দেখা যাচ্ছে তার মধ্যে ৮০ শতাংশ সাউথ আফ্রিকান স্ট্রেইন্থ। এটা খুব র‌্যাপিডলি মানুষের কোষে যুক্ত হয়।”

ডা. মুশতাক হোসেন বলেন, “যারা হাসপাতালে আসছেন তাদের জন্য অক্সিজেন নিশ্চিত করার বিষয়টা আগের চেয়ে ভাল। তবে আরো দরকার।”

বিশেষজ্ঞরা বলছেন, করোনার চলমান সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হল ইদুল আযহা পর্যন্ত কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন থেকে সার্বিক প্রস্তুতি না নিলে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করা কঠিন হবে বলেও মনে করেন তারা।

এদিকে, বিধি নিষেধ শিথিল করলেও ঈদুল আযহা পর্যন্ত সব ধরণের সভা সমাবেশ ও গণজমায়েত বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার গুড়িয়ে দেওয়ার আদেশ বহাল

চিত্রনায়ক রিয়াজ করোনা আক্রান্ত

রমজানে রাজধানীসহ সারাদেশে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে বসুন্ধরা

দেশের সেরা ব্র্যান্ডগুলো পেলো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’

এনআইডি জালিয়াতিতে ডা. সাবরিনা দুইদিনের রিমান্ডে

আইসিএসবি দেশের ব্যবসা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

কিয়েভে চলছে বন্দুকযুদ্ধ-গোলাগুলি, প্রাণ হারাল ছয় বছরের শিশু

বিচারপতি নাজমুল আহসানের সম্মানে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

ওয়ানডে সিরিজ জয়ের উচ্ছ্বাসে যা বললেন তামিম

উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে : কৃষিমন্ত্রী

ব্রেকিং নিউজ :