সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় মালবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে ৭ জন নাবিকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ শনিবার (১৯ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। এমভি টিটু-১৪ নামে জাহাজটি আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন।
জানা যায়, জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে পারকি সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় একটি বালুবাহী বার্জের সাথে এটার ধাক্কা লাগে। একপর্যায়ে ভোর সাড়ে ৪টার দিকে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা সেখানে গিয়ে ১৩ নাবিকের মধ্যে ৬ জনকে উদ্ধার করে। তবে এখনো ৭ জন নিখোঁজ আছেন।
কোস্ট গার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ বলেন, ভোর ৪টার দিকে এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর আসে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ সংলগ্ন এলাকায় ১৩ জন নাবিক নিয়ে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ৬ জনকে উদ্ধার করেছি। আমাদের উদ্ধার অভিযান চলছে।