নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম: মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। যে যুব সমাজ দেশ ও জাতির আগামী দিনের চালিকাশক্তি, তাদের একটি বৃহৎ অংশ মাদকাসক্তির কবলে পড়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাÐে জড়িয়ে পড়ছে। মাদকাসক্ত তরুণরা কর্মশক্তি, মেধা ও সৃজনশীলতা হারিয়ে নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ বিচ্যূত হয়। যা দেশ ও জাতির জন্য বয়ে আনে অপূরণীয় ক্ষতি। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং অদ্যবধি বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদকদ্রব্য উদ্ধার করে আপামর জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-২ এর গোয়েন্দা দল গতকাল রোববার (৩০ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানী ঢাকার মিরপুর মডেল থানাধীন, কল্যাণপুর খাজা সুপার মার্কেট এর সামনে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদক (হেরোইন) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত মাদকের চালানটি আটকের নিমিত্তে কল্যানপুর এলাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গতকাল দুপুরে কল্যানপুর এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা কালে সন্দেহভাজন একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। উক্ত ব্যক্তিকে আটক করে জানাযায় তার নাম আল-আমীন (৩২), পিতা-আব্দুর রহিম, জেলা- চাঁপাইনবাবগঞ্জ । সে নিজেকে একটি দূরপাল্লার পরিবহনের ষ্টাফ বলে পরিচয় দেয়।
আটককৃত ব্যক্তিকে তল্লাশীকালে তার হাতে থাকা শপিংব্যাগের মধ্যে পলিব্যাগে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট খুলে ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ৭০ লক্ষ টাকা । সে জানায় এই হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকায় নিয়ে এসেছে এবং দীর্ঘদিন যাবৎ সে এই মাদক ব্যবসার সাথে জড়িত।
আটককৃত ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তীতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যহত রাখবে। আটককৃত আল-আমীন কে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।