নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : কাঁচামরিচ কৃষিজাত পণ্য। তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এটা আমাদের জানার কথা না বলে সাংবাদিকদের জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ শনিবার (১ জুলাই) বিকেলে রোটারি বর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত র্যালির আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, কাঁচামরিচের দাম কেন বাড়লো, উৎপাদন কত তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। তবে এটুকু বলতে পারি সরকার কাঁচামরিচ আমদানি করার অনুমতি দিয়েছে।
কোরবানির চামড়ার দাম না পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, আমরা বারবার বলেছি চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করতে। কিন্তু তারা লবণ না দেওয়ার কারণে চামড়ার দাম পায়নি, তা নষ্ট হয়েছে। যদি তারা লবণ দিত, তাহলে পরে ভালো দাম পেত।
ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি যেসব পণ্য আমদানি করতে হয়, সেসব পণ্য ব্যবসায়ীরা হোল্ড (মজুদ) করে রাখে।
তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে। এ ছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লে আমাদের দেশেও বাড়ে।
সাংবাদিকদের সাথে কথা বলা শেষ করে তিনি র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
র্যালি শেষে মন্ত্রী রোটারি ক্লাবের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।