সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কালবৈশাখীতে একটি সরকারি স্কুলের ভবনসহ আড়াই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
আজ সোমবার ভোরে উপজেলার ভলাকুট ইউনিয়নের চার-পাঁচটি গ্রামে কালবৈশাখীতে এ ক্ষয়ক্ষতি হয় বলে জানান নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা মেহেদী হাসান খান শাওন।
ভারপ্রাপ্ত ইউএনও জানান, ঘুর্ণিঝড়ের পর তিনি ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার কাজ চলছে। তবে ঝড়ে ২৫০টির বেশি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ভলাকুট ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনের টিনের চালা উড়ে গেছে। এছাড়া বালিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
তবে ঝড়ে কেউ হতাহত হয়নি জানিয়ে এই কর্মকর্তা বলেন, ঝড়ের সময় হওয়া শিলাবৃষ্টির কারণে একই উপজেলার পূর্বভাগ ইউনিয়নে বেশ কিছু ফসলি জমির ক্ষতি হয়েছে।