সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর থানার পচাভুলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (১৬) এবং একই এলাকার মনির হোসেন।
দুই জনেই কালিয়াকৈর উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া বাসায় থাকতেন। একইসঙ্গে স্থানীয় সিলভিয়া অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।