কিশোরগঞ্জ ও ভৈরব প্রতিনিধি : ভৈরব বাজার জংশনের আউটার সিগন্যালে যাত্রীবাহী এগারসিন্ধুর গোধূলিতে ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী একটি ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ হতাহত এবং বগি দুটির নিচে আরও অনেকে আহত অবস্থায় আটকে আছেন বলে জানা গেছে।
ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজন বলেন, আমাদের কাছে ১৫টি মরদেহ রয়েছে এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও তিনজনের মরদেহ রয়েছে। তবে এদের কারো পরিচয় শনাক্ত করা যায়নি।
অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে। আলোর ব্যবস্থা করা হচ্ছে। খুব শিগগিরই আবার উদ্ধার অভিযান শুরু হবে।
উল্লেখ্য, আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এগারসিন্ধুর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে চুর্ণবিচুর্ণ হয়।
দুর্ঘটনাস্থলে এর মধ্যেই ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাবসহ উদ্ধার ও নিরাপত্তা প্রদানকারী সংস্থার সদস্যরা পৌঁছেছেন। তবে উৎসুক জনতার জন্য উদ্ধার তৎপরতা ব্যাহত হয় বলে জানা যায়।