তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সারাদেশের ন্যায় কুমিল্লায়ও ২৬ জানুয়ারি বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতীপূজা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে অনুষ্ঠিত হয়।
ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দেশের বিভিন্ন পূজামণ্ডপগুলো। শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। তারই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারি বৃহস্পতিবার অপরাহ্ণ ৫ টা ৯ মিনিটে শেষ হয়।
তদুপলক্ষে ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এদিন শিশুদের হাতেখড়ি ও ব্রাহ্মণ ভোজন, পুষ্পাঞ্জলি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
বিগত বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার।
এদিকে, কুমিল্লা পুলিশ লাইন শিব মন্দিরেও সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা পুলিশ লাইন শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত পূজামণ্ডপ পরিদর্শনকালে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বলেন- আমরা সব ধর্মের উৎসব সকলে মিলে আনন্দ সহকারে উদযাপন করি। কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দিবো না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছি।
তিনি আরও বলেন- বাংলাদেশ সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে । তা অনুসরণ করে বর্তমান সরকারের সময় বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন।
অপরদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এর দাদাশ্বশুর কুমিল্লা মুরাদনগর উপজেলাধীন দড়িকান্দি নিবাসী স্বর্গীয় প্রকাশ চন্দ্র দাশ বাড়ীস্থিত শ্রীশ্রী দুর্গামণ্ডপে বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়।