কুুুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির আসন্ন ২১ নভেম্বরের নির্বাচনে বিভিন্ন পদে অংশগ্রহনকারী প্রার্থীদের সাথে নির্বাচন পরিচালনা পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪নভেম্বর) কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সমিতির সাবেক সভাপতি হাজী মোঃ চেরাগ আলী।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
সভায় নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমান আগামী ২১ নভেম্বর শনিবারের নির্বাচনে প্রার্থীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে বিভিন্ন সুপরামর্শ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান ও তাদের দাবীর প্রেক্ষিতে নির্বাচনের পুর্বের দিন আগামী শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে বাজারের সকল দোকান-পাঠ খোলা রাখার ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় আসন্ন নির্বাচন সুষ্টভাবে সম্পন্নের জন্য সু-চিন্তিত মতামত ব্যক্ত করে প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী বদরুজ্জামান সজল ও মইনুল ইসলাম শামীম, সহ-সভাপতি প্রার্থী হাজী রফিক মিয়া ফাতু, মৌলানা আব্দুল ওয়াহিদ, মইনুল হক বকুল ও মদরিছ আলী,
সম্পাদক প্রার্থী কুলাউড়া পৌরসভার কাউন্সিলার ইকবাল আহমদ শামীম, এম আতিকুর রহমান আখই ও শফিক মিয়া আফিয়ান, সহ-সাধারন সম্পাদক প্রার্থী শফিকুল ইসলাম জাহেদ, নাজমুল বারী সোহেল, ফয়েজ উদ্দিন, নারী উদ্দোক্তা বিষয়ক সম্পাদক গীতা দেব রায় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সচিব প্রভাষক সিপার আহমেদ, সদস্য অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য ও মেঘনা ওয়েল কোং ডিলার হাজী মোঃ বদরুল ইসলামসহ অনেকে
উল্লেখ্য,নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী শনিবার ২১ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ টি কক্ষের ১১ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সমিতির সম্পাদকীয় ১১ পদে ২৮ জন প্রার্থী ও ৮ ওয়ার্ডের সম্পাদক-সদস্যসহ ২৪ পদে ৪৯ জনসহ মোট ৭৭ জন প্রার্থী গত ৮ নভেম্বর তাদের স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন।