তানভীর হোসাইন রাজু, ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ভুমিহীন গৃহহীন পরিবারের মধ্যে ঘর প্রদানের সরকারি সার্টিফিকেট ও জমির কবুলিয়তনামা, নামজারির কপি প্রদান করে উপজেলা প্রশাসন।
মুজিববর্ষ উপলক্ষ্যে এ উপজেলায় ১৬৫ পরিবারকে ২ শতক জমিতে সেমি পাকা ঘর করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার সুবিধাভোগীদের কাগজপত্র বুঝিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন সার্কেল এএসপি লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, কৃষি অফিসার মাহবুবুর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি শাহাজাদা মিয়া বাদশা, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টারসহ সরকারি কর্মকর্তা, চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকগণ প্রমূখ। সুবিধাভোগী ফুলবাড়ী ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামের জরিনা বেগম (৬০), আব্দুল সালেক (৩৫), কুটিচন্দ্রখানার আদরী বেগম (২৬) বলেন, হামার থাকার কোন ঠিকানা আছিল না। শেখের বেটি হামাক ঘর করি দিল, জমি দিল। হামার একটা ঠিকানা করি দিল এটাতে হামরা খুব খুশি। আল্লাহ ওমাক সুস্থ রাখুক, দীর্ঘদিন বাঁচে রাখুক।