কলকাতা থেকে মনোয়ার ইমাম: আজ কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার দাবিতে পশ্চিম বাংলার কৃষাণ ক্ষেত মজদুর কংগ্রেস মাঠে নামছে। গতকাল ভারতের দিল্লিতে কেন্দ্রীয়, সরকারের সরাস্ট্র বিভাগের অধীনে দিল্লির পুলিশ প্রশাসন যে ভাবে নরকীয় অত্যাচার চালিয়ে তার প্রতিবাদে আজ পশ্চিম বাংলার কৃষাণ ক্ষেত মজদুর কংগ্রেস সভাপতি শ্রী তপন দাস নেতৃত্বে একটি ধিক্কার মিছিল বের করে পশ্চিম মেদিনীপুর এর ঝাড়গ্রাম এ।এই প্রতিবাদ মিছিল এ হাজার হাজার মানুষ জড়ো হয়। এবং তাদের দাবি অবিলম্বে এই কৃষক শ্রমিক বিরোধী কালা আইন প্রত্যাহার করতে হবে ভারত থেকে।যদি না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তম আন্দোলন গড়ে তুলতে দিদ্ধা করবে না কৃষাণ ক্ষেত মজদুর কংগ্রেস।এই ধিক্কার মিছিল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুশপুত্তলিকা দাহ করা হয় প্রতিবাদ স্বরূপ। মিছিল থেকে মুহমুহ আওয়াজ তোলা হয় অবিলম্বে এই কালা আইন প্রত্যাহার করতে। মিছিল শেষে প্রতিবাদি মানুষ ধন্যবাদ জানান পশ্চিম বাংলার রাজ্য প্রদেশ কৃষাণ ক্ষেত মজদুর কংগ্রেস সভাপতি শ্রী তপন দাস।