বাঙলা প্রতিদিন ডেস্ক : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রবর্তিত “জাতীয় শিক্ষা কারিকুলাম ২০২১” – বাতিল আন্দোলনের বর্ষপুর্তি উপলক্ষে আজ রোববার “সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ” এর উদ্যোগে ঢাকাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে এক স্মৃতিচারণ মুলক সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তারা বলেন যে, পলাতক, খুনি এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশনায় তার শাসনামলে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা, মেধা ও নৈতিকতাকে ধ্বংস করার ষড়যন্ত্র করে, তৎকালিন শিক্ষামন্ত্রী দিপুমনির নেতৃত্বে অধ্যাপক জাফর ইকবাল, মশিউজ্জামান, তারেক আহসানসহ কতিপয় নামধারী শিক্ষাবিদদের মাধ্যমে- ” জাতীয় শিক্ষা কারিকুলাম ২০২১” – নামের এক জঘন্যতম কারিকুলাম চালু করা হয়েছিল ২০২৩ইং সালের জানুয়ারি মাস থেকে। এটা চালু করার অল্প দিনের মধ্যেই দেশের সর্বস্তরের জনগণ উপলব্দি করতে পারে যে, এই “জাতীয় শিক্ষা কারিকুলাম ২০২১” – হচ্ছে মূুলত, জাতীর মেরুদন্ড তথা শিক্ষাকে ভেঙ্গে ফেলার নীল নকশা। তাই গত ২০২৩ইং সালের এই দিনে, এই কেন্দ্রীয় শহিদ মিনারে যখন জনগণ একত্রিত হয়েছিল, তখন স্বৈরাচারী হাসিনা সরকারের নির্দেশনায় শাহবাগ থানার পুলিশ বাহিনী উপস্থিত আন্দোলনকারীদেরকে হেনস্থা করে এবং এখানে মানববন্ধন কর্মসূচিকে পন্ড করে দেয়। আন্দোলনকে বাধাগ্রস্ত করতে, তখন সরকার মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকারী বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল। কিন্তু তবুও সাহসী জনগণের অংশগ্রহণের মাধ্যমে “সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ” নামের ব্যানারে দেশবাসী পরবর্তী সময়গুলোতে এই বিষয়ে তাদের আন্দোলন চালিয়ে যায় ।
এই সমাবেশ থেকে বিগত ২০২৩ইং সালের ২৪ নভেম্বর “জাতীয় শিক্ষা রক্ষা দিবস” হিসেবে ঘোষণা দেয়া হয়। সেই সাথে এই দিবসকে রাষ্ট্রীয় ভাবে “শিক্ষা রক্ষা দিবস” ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ রাখাল রাহা, অন্যান্য বক্তা নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, বিশিষ্ট আন্দোলন নেত্রী সাধনা মহল, সচেতন অভিভাবক সমাজ বাংলাদেশ এর যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দীন বিশ্বাস, তাহেরা আক্তার রুপা, হামিদা পারভীন তানিয়া, মারজান আকতার, ফারজানা আহমেদ, হাবিব আল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, পংকজ নাথ সুর্য, আইনজীবী মোঃ খোরশেদ আলম জাভেদ ও আইনজীবী মোঃ শফিকুর রহমান এবং সচেতন শিক্ষার্থী সমাজের কেন্দ্রীয় সদস্য শাহ্ মুহাম্মাদ আলী আব্বাস সহ প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবিএম জাকারিয়া রাজিব ও আইনজীবী মোঃ সেলিম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ” এর সভাপতি আইনজীবী মোঃ আবু মুসলিম বিন হাই ।