যাত্রাবাড়ীতে এক ছিনতাইকারী ও ইয়াবাসহ ১ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : র্যাব-১০ এর পৃথক অভিযানে অপহরণকারী, ছিনতাইকারী ও ইয়াবাসহ কারবারিকে গ্রেফতার করেছে। এরমধ্যে ঢাকার কেরাণীগঞ্জ এলাকা হতে অপহৃত ১৩ বছরের এক কিশোরীকে উদ্ধার ও ১ অপহরণকারী, রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১ জন ছিনতাইকারী ও মুন্সীগঞ্জের পদ্মা (উত্তর) থানা এলাকা হতে ইয়াবাসহ কারবারিকে গ্রেফতার।
র্যাব-জানায়, গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকায় একটি অভিযান চালিয়ে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন চর রঘুনাথপুর এলাকা হতে অপহৃত ভিকটিম (১৩)’কে উদ্ধার পূর্বক অপহরণকারী মোবারক (৪২), পিতা-আব্দুর মিয়া @ আঙ্গুর মিয়া, সাং-ধুলিরচর, পোঃ হালিমপুর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট হতে ১টি রূপার চেইন, ০১টি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।
রাজধানীর যাত্রাবাড়ীতে ১ জন ছিনতাইকারী গ্রেফতার :
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় শনিবার (১১ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বিশাল (৩৫) নামের ১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
মুন্সীগঞ্জের পদ্মা (উত্তর) থানাতে ইয়াবাসহ গ্রেফতার ১ :
গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার পদ্মা (উত্তর) থানাধীন দক্ষিন মেদিনা মন্ডল চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার ৬০০ টাকা মূল্যের ৫০২পিছ ইয়াবা ট্যাবলেটসহ শুক্কুর সরদার (৩২) নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।