স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ব্যাট হাতে খুবই খারাপ সময় পার করছেন। তাই রান খরা কাটিয়ে উঠতে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মুমিনুল।
বৈঠক শেষে সাংবাদিকদের মুমিনুল বলেন, ‘শেষ কয়েকটা সিরিজ অধিনায়ক হিসেবে অবদান রাখতে পারছি না। এসময় দলকে অনুপ্রাণিত করতে পারিনি। আমার কাছে মনে হয়, নতুন কাউকে দায়িত্ব দেওয়া ভালো। আপাতত এ কথাগুলো বলে আসছি। আমিতো বলে এসেছি, এখন উনাদের ব্যাপার। কী সিদ্ধান্ত নেবেন উনারা জানেন।’
তবে শোনা যাচ্ছে, মুমিনুল নেতৃত্ব ছাড়াতে সাকিবই বিসিবির প্রথম পছন্দ। এ ব্যাপারে সাকিব সবুজ সংকেতও দিয়েছেন। তবে সেই সিদ্ধান্ত জানা যাবে ২ জুন। এদিন বোর্ড মিটিং রয়েছে। সেখানেই নেওয়া হবে সিদ্ধান্ত।
উল্লেখ্য, সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে সাকুল্যে ১১ রান করেন মুমিনুল। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দুই ম্যাচে তিনি রান করেন ১৩! সর্বশেষ ১০ ইনিংসে ফিফটি নেই মুমিনুলের। সর্বোচ্চ সংগ্রহ ৩৭। ব্যাট হাতে ব্যর্থতার পাশাপাশি অধিনায়ক হিসেবেও ভালো করতে পারছেন না মুমিনুল।
মুমিনুলের অধীনে ১৭ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ, ড্র হয়েছে দুই টেস্ট।