হামলা ভাংচুর, অগ্নি সংযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া আহত অন্তত ২৫
গাইবান্ধা প্রতিনিধি:
বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে বুধবার গাইবান্ধায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল ১১টার দিকে শহরের পৌর পার্ক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার ব্যানারে মিছিল বের করা হয় ।
মিছিলটি শহর প্রদক্ষিণ করে। এ সময় পলিশ সুপারের কার্যালয়ের গেট ভাঙ্গার
চেষ্টা করে আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিলটি শহরের ডিবি রোডের ১নং
রেলগেটে গিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে আওয়ামী
লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে ও ১২টি মোটর সাইকেলে
অগ্নি সংযোগ করে। এ সময় তাদের অতর্কিত হামলায় জেলা আওয়ামী
লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক , পৌর মেয়র
মতলুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল
মোস্তাফিজ ঝন্টুসহ বেশ কয়েকজন আহত হন। তাদের গাইবান্ধা জেনারেল
হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার পর দুর্বৃত্তরা জেলা
বিএনপি কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে।
এক পর্যায়ে আন্দোলনকারীরা রেল লাইন অবরোধ করলে পুলিশ ও ছাত্র লীগের
নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের
অন্তত ২৫জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক
রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রতিবাদে
আওয়ামী লীগ শহরে দুপুরের
বিক্ষোভ মিছিল বের করে।