300X70
শনিবার , ১০ জুলাই ২০২১ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

খাগড়াছড়ির গুইমারাতে অবৈধ অস্ত্রসহ আটক ৪

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১০, ২০২১ ১০:২২ পূর্বাহ্ণ

সংবাদদাতা, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির গুইমারা ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে ২টি অবৈধ অস্ত্র উদ্ধার সহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার ( ৯ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল, গুইমারার ছনখোলাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে সন্ত্রাসী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সন্ত্রাসী গ্রূপ ১রাউন্ড গুলি করলে, নিরাপত্তা বাহিনী ৪রাউন্ড গুলি বিনিময় করলে কিছু সন্ত্রাসী ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থল হতে ২টি এলজি, ৫টি চাঁদা আদায় বই, ৫টি চাঁদা রশিদ, ২টি মানিব্যাগ, ২টি বেগ, ৬টি মোবাইল সেট, নগদ ৩৭৮৫টাকা সহ ইউপিডিএফ (মূল) দলের ৪ জন সন্ত্রাসীকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আটককৃত ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীদের মধ্যে রয়েছে মানিকছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী দুর্জয় চাকমা (৩২), সহকারী টোল আদায়কারী অংথই মারমা (২২), কংচাই মারমা (১৯) ও সহকারী টোল আদায়কারী চাইলা মারমা (১৯)। আটককৃত ইউপিডিএফ (মূল) দলের ৪সদস্য, অস্ত্র এবং জব্দকৃত সরঞ্জামাদিসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

গুইমারা থানার ওসি মো: মিজানুর রহমান জানান, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ ৪জনকে আটক করেছে। অবৈধ অস্ত্র রাখার অপরাধে, অস্ত্র আইনে গুইমারা থানায় মামলা রুজু করে তাদেরকে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

এছাড়াও আটক দুর্জয় চাকমার নামে রামগড় থানায় অবৈধ অস্ত্র একটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় দুর্জয় চাকমা পলাতক রয়েছেন।

তবে ইউপিডিএফের সংগঠক ক্যালাচিং মার্মা জানান, দুর্জয় চাকমা তাদের সংগঠনের সদস্য হলেও অপর ৩জন তাদের সংগঠনের নয় জানিয়ে বলেন, তারা সাধারন গ্রামবাসী।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :