300X70
শুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

খানবাহাদুর আহ্ছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজের ৩০ বছর পূর্তি উদ্যাপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৯, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

# দেশের সর্বপ্রথম বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মানসম্মত শিক্ষাব্যবস্থা এবং সুশিক্ষক গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত দেশের সর্বপ্রথম বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘খানবাহাদুর আহ্ছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজ’-এর ৩০ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর তেঁজগাওস্থ আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়।

শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন খানবাহাদুর আহ্ছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাতেমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী বলেন, শিক্ষার মাধ্যমে একজন তার সুপ্ত বুদ্ধিগত, মানবিক ও আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে আলোকিত সুন্দর মানুষ হতে পারে। বিশ্বায়নের এ যুগে প্রাতিষ্ঠানিক উপযুক্ত শিক্ষা, শিক্ষার গুণগত মান ও উৎকর্ষতা বজায় রাখার ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে কাজী রফিকুল আলম বলেন, শিক্ষকতা পেশায় নিয়োজিত ব্যক্তি সকল প্রকার মানবীয় গুণাবলী দ্বারা পরিচালিত হবে। পেশার প্রতি থাকবে অগাধ শ্রদ্ধাবোধ এবং সকল প্রকার শারীরিক, মানসিক ও বৌদ্ধিক প্রস্তুতি। সেক্ষেত্রে শিক্ষকদের দক্ষতা অর্জনের ক্ষেত্রে প্রশিক্ষণ অনিবার্য।

তিনি আরো বলেন, ১৯৯২ সাল থেকে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে সরকারের পাশাপাশি মানসম্মত শিক্ষক প্রশিক্ষণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণসহ ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় খানবাহাদুর আহ্ছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজের ৩০ বছর পূর্তি উদ্যাপন।

উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে ১৯৯২ সালে দেশের প্রথম শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘খানবাহাদুর আহ্ছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজ’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে একটি সুষ্ঠু, সুন্দর ও শিক্ষাপযোগী একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করে মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সবাই মিলে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবেলা সম্ভব : সুনামগঞ্জে সেনাবাহিনী প্রধান

নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং ট্রেড শো-এ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের ব্যাংকিং পার্টনার ব্র্যাক ব্যাংক

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান, সম্পাদক সিরাজুল

শিক্ষার বরাদ্দ ব্যায় নয়, বিনিয়োগ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে প্রিমিয়ার ব্যাংকের কম্বল প্রদান

 মুক্তি পেল ‘মেঘের কপাট’

মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধান জাতিগতভাবে আমাদের সমৃদ্ধ ও বলীয়ান করবে : উপাচার্য ড. মশিউর রহমান

হিংসায় মানুষের নেক আমল ধ্বংস করে দেয়!

বড় আর্থিক সহায়তা ছাড়া এসডিজি অর্জিত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

চেক রিপাবলিককে হারিয়ে টানা দ্বিতীয় জয় স্পেনের

ব্রেকিং নিউজ :