সংবাদদাতা, ধামরাই: ঢাকার ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ উত্তর পশ্চিম পাড়া এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের গর্তে মিলেছে দুই শিশুর লাশ।
মঙ্গলবার বিকেলে খেলা করার সময় নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে ভূমিহীনদের জন্য নির্মাণাধীন সরকারি আশ্রয়ণ প্রকল্পের জমির পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ উত্তর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. রিয়াজুল (৭) ও একই এলাকার মো. রুবেল হোসেনের ছেলে মো. রাজু (৮)। তারা স্কুল ও মাদরাসায় পড়ালেখা করত বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, গতকাল মঙ্গলবার বিকেলে রাজু আহমেদ ও রিয়াজুল ইসলাম নামে দুই শিশু আশ্রয়ণ প্রকল্পের ওই গর্তের পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে ওই গর্তের পানিতে দুই শিশুর লাশ ভেসে উঠে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।