ডেস্ক রিপোর্ট: বাকস্বাধীনতার পক্ষে সাহসী লড়াই চালিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতব।
ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
দুই সাংবাদিকের নোবেল পুরস্কার প্রাপ্তির খবর প্রকাশিত হওয়ার পর এক টুইটবার্তায় রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন লিখেন:
‘এ বছরের নোবেল শান্তি পুরস্কার দুজন সাহসী সাংবাদিককে দেওয়া হয়েছে জানতে পেরে আনন্দিত বোধ করছি। মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতবকে গণতন্ত্র এবং স্থায়ী শান্তির পূর্বশর্ত- মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। দুঃখজনকভাবে অনেক দেশে এ স্বাধীনতা হুমকির মধ্যে রয়েছে।’
শনিবার একটি ইংরেজি দৈনিক পত্রিকার প্রথম পাতার একটি ছবি পোস্ট করেছেন রাষ্ট্রদূত যেখানে প্রায় পুরোটা জুড়ে দুই সাংবাদিকের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির খবর প্রকাশিত হয়েছে। আর শীর্ষ খবরের শিরোনামে ঘটনাটিকে ‘স্বাধীন গণমাধ্যমের বিজয়’ বলে আখ্যা দেয়া হয়েছে।