নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আজকালের খবর’র স্টাফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান মামুন’কে পরিবারসহ গুম ও প্রাণনাশের হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে)। আজ এক বিবৃতিতে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) আহবায়ক খন্দকার দেলোয়ার জালালী এবং সদস্য সচিব মিজান আহমেদ সাংবাদিক মোঃ নুরুজ্জামান মামুনকে মোবাইল ফোনে হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। কাপুরুষিত হুমকিদাতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
বিবৃতিতে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) নেতৃবৃন্দ বলেন, হুমকি দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। একজন সৎ, আদর্শবান ও নির্ভিক সাংবাদিক হিসেবে নুরুজ্জামান মামুন সুপরিচিত। গণমাধ্যম কর্মীরা সাংবাদিক নুরুজ্জামান মামুনের পাশে আছেন।
বিবৃতিতে জাতীয় সাংবাদিক ঐক্য নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নুরুজ্জামান মামুনকে প্রাণনাশের হুমকিদাতা গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাংবাদিক নুরুজ্জামান মামুনের পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে আইন শৃংখলা রক্ষাবাহিনীর প্রতি আহবান জানিয়েছেন তারা।