গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারী চালিত অটোরিকসা চালক মফিজুল(২৪)কে চেতনা নাশক দিয়ে অচেতন করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।স্থানীয়রা উপজেলা পষিদের পুকুর পাড় থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে এ ঘটনায় অটোরিকসার মালিক গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, ষোলহাসিয়া এলাকার আরিফুর রহমান ব্যাটারী চালিত ৮আসনের একটি অটোরিকসা ক্রয় করে পুখুরিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মফিজুলকে ভাড়ায় চালাতে দেন।
বুধবার দুপুর ১২টার দিকে পৌর শহরের গো-হাটা এলাকা থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা চালক মফিজুলের অটোরিক্সা দিয়ে উপজেলা পরিষদে যাওয়ার পথে দুর্বৃতরা তাকে অচেতন করে উপজেলা পরিষদ পুকুর পাড়ে রেখে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা মফিজুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় অটোরিক্সার মালিক গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।