গাইবান্ধা প্রতিনিধি : গাাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ফার্মে মননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জ উপজেলা আদিবাসী পরিষদ উদ্যেগে মানববন্ধন ও মিছিল সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের থানা চৌমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার আদিবাসী নেতৃৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি, আদিবাসী নেতা বেসরা মূূর্মু, চরণ মূর্মূ, রংপুর ইপিজেড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা ওয়ার্র্ককার্র্স পাটির সভাপতি এম এ মোতিন মোল্লা, গোবিন্দগঞ্জ উপজেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা ডিপটি প্রধানসহ অন্যরা। এর আগে একই স্থানে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।