বায়েজীদ হোসেন, গাজীপুর:
নিখোঁজের ৮দিন পার হলেও মোঃ আসাদুজ্জামান ইমরানের (২৫) কোন সন্ধান না পেয়ে তার পরিবারের লোকজন অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন।
স্থানীয় পুলিশ ও র্যাব ক্যাম্পে যোগাযোগ করেও নিখোঁজ ইমরানের কোন সন্ধান পাননি তারা। সোমবার সকালে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইমরানের পিতা মো: সেলিম হোসাইন মোল্লা (৫০) জানান তার ছেলে ইমরান গাজীপুর মহানগরের কাশিমপুর থানার এসএম ফ্যাশন লিমিটেডে চাকুরী করে। তারা সপরিবারে কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকার নাসিরউদ্দিনের বাড়ীতে ভাড়া থাকেন।
গত ২০ সেপ্টেম্বর সকাল ৭টায় ইমরান বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যায়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে সে কারখানা থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিকাল ৪টার দিকে ফ্যাক্টরী থেকে হাবিব নামে একজন তাকে মোবাইল করে ইমরানের নিখোঁজ হবার খবর জানায়। পরিবারে লোকজন খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন কাশিমপুর থানায় ডায়েরী করেন।
পুলিশ নিখোঁজ ইমরানের কোন সন্ধ্যন না পাওয়ায় ২৪ সেপ্টেম্বর তিনি স্থানীয় র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। কিন্তু অদ্যাবধি পুলিশ বা র্যাব তার ছেলের কোন সন্ধান দিতে পারেনি।
সংবাদ সম্মেলনে সেলিম হোসাইন আরো জানান ৩ বছর পূর্বে ইমরান বিয়ে করেছেন, তার ১০ মাস বয়সী একটি ছেলে রয়েছে। নিখোঁজ ইমরানের কোন সন্ধান না পেয়ে পরিবারের সবাই অত্যন্ত দু:চিন্তায় রয়েছেন। সংবাদ সম্মেলনে ইমরানের মা ও দুই ভাইসহ তার স্ত্রী উপস্থিত ছিলেন।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]