300X70
শুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৫, ২০২০ ১:০২ অপরাহ্ণ

প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের নগরীর তিন সড়ক এলাকায় ‘স্টাইল ক্রাফটস লিমিটেড’ কারখানার শ্রমিকরা আজ শুকরবার সকাল থেকে ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নেয়।
বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

এই কারণে ঘটনাস্থলে রাস্তার উভয় দিকে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কারখানার সুয়িং অপারেটর শফিকুল বলেন, তাদের গত সেপ্টেম্বর ও অক্টোবরের ৬৫ শতাংশ বেতন দেওয়া হয়েছে। নভেম্বরের বেতন দেওয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা দেননি। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সকালে বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা সম্ভব হয়নি। তাই দুপুর তিনটার দিকে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাঙলা প্রতিদিনকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সুরাহা করতে আলোচনা চলছে। ওই কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সুজাউদ্দিন আহমেদ বাঙলা প্রতিদিনকে বলেন, টাকার জন্য আমাদের লোক ব্যাংকে গেছে। টাকা আনলেই তাদের বেতন দেওয়া হবে।

আর শ্রমিকদের দাবি বেতন না পাওয়া পর্যন্ত তারা রাস্তায়ই অবস্থান করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একাধিক কর্মচারী বাঙলা প্রতিদিনকে বলেন, শ্রমিকদের মতো তাদেরও একাধিক মাসের বেতন বকেয়া রয়েছে। দেই দিচ্ছি করে তা দিচ্ছে না কর্তৃপক্ষ। এছাড়া দুই বছরের বার্ষিক ছুটিও বকেয়া রয়েছে। করোনাভাইরাস মহামারীর সময় বেতন না পেয়ে তাদের ঘর ভাড়া, দোকান বাকি পরিশোধ করতে না পেরে তাদের মানবেতর জীবনযাপন করছেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :