অলিদুর রহমান অলি, টঙ্গী : আগামী ৭ই মে ভাওয়াল বীর মরনোত্তর স্বাধীনতা পদক প্রাপ্ত জতীয় বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১৮তম শাহাদাৎবার্ষিকী পালনের লক্ষ্যে টঙ্গী থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার বিকালে টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের সুযোগ্য সন্তান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মোঃ আজমত উল্লা খান, গাজীপর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওসমান আলী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. মোঃ হেলাল উদ্দিন, নিউ অলেম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক শ্রমিক নেতা মতিউর রহমান বিকম, নিউ মেঘনা টেক্সটাইল মিলের চেয়ারম্যান অধ্যক্ষ জাহিদ আল মামুন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ বিল্লাল হোসেন, গাজীপুর মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ আমান, মৎস্যজীবী লীগের সদস্য সচিব আসাদুল কবির, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ৫০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুবকর সিদ্দিক, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নূরু, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর প্রমুখ।