# জব্দকৃত মালামাল নিলামে বিক্রি ১ লাখ ৪৮ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এর আওতাধীন ৯ নম্বর ওয়ার্ডের মিরপুরস্থ গাবতলী বেড়িবাঁধের ভূমির আরশিনগর জামে মসজিদ হতে ডিএনসিসির মালিকানাধীন আমিনবাজার পাইকারি কাঁচা মার্কেট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে প্রায় ছয় শতাধিক অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করা হয়।
এছাড়াও অভিযানকালে জব্দকৃত মালামাল তাৎক্ষণিক প্রকাশ্য নিলামের মাধ্যমে ভ্যাট ও আয়করসহ সর্বমোট ১,৪৮,৫০০ টাকায় (এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত টাকা) বিক্রি করা হয়।
সোমবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা (অঃ দাঃ) মোহাম্মদ আনিসুর রহমাননের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান, ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিন আক্তার সাথী।