300X70
বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গুড়িগুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশায় ঢাকা শ্রীমঙ্গল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৪, ২০২৩ ৮:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: এদিকে গত কয়েকদিন ধরে সন্ধ্যার পরেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে শ্রীমঙ্গল। অনেক সময় গুড়িগুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশায় আবৃত হয়ে পড়ে উপজেলার গ্রামীণ জনপদগুলো। সঙ্গে বইছে কনকনে ঠাণ্ডা হাওয়া।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের জীবীকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সকালে রোদের দেখা পাওয়া যায় না। দুপুরের মাঝামাঝি সময়ে সূর্যের দেখা পাওয়া গেলেও তেজ নেই। আবার বিকেল গড়ানোর সাথে সাথে এখানকার বাতাসে ভাসে বেড়ায় কুয়াশা।

শহরতলী সংলগ্ন বিরাহিমপুর এলাকার বাসিন্দা দিনমজুর কয়েস মিয়া বলেন, ‘খুব কষ্টে আছি। ঠাণ্ডায় কাবু করিলাইছে (করে ফেলেছে)। কাজ-কাম করতাম পারি না। ৫০০ টাকা মজুরিতে সকাল ৮টা থাকি ৪টা পর্যন্ত কাম করি। কিন্তু অখন তো ১০টার সময়ও কামো যাইতাম পারি না ঠাণ্ডার লাগি’।

রিকশা চালক কালা মিয়া বলেন, ‘গত কয়দিন ধইরা রুজি কম। সকালে রুজির ধান্দায় বের হই। কিন্তু শহরে মানুষের চলাচল কম। তাই আয়রোজগার নাই।’

এদিকে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রাস্তার পাশে ফুটপাতে, বাড়ির আঙিনায় স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, বিশেষকরে চা জনগোষ্ঠীর লোকজনকে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের বাসিন্দা দীলিপ বলেন, ‘অনেক শীত। শহরের চাইতে চা বাগানে আরও বেশি ঠাণ্ডা পড়ে। চাদরে শীত মানে না। তাই আমরা কয়েক ঘরের মানুষ একসাথে গোল হয়ে আগুন জ্বালিয়ে উত্তাপ নেই।’

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শীতবাহিত রোগের প্রভাব প্রতিবছর এসময়ে দেখা দেয়। শিশুদের ঠাণ্ডাজনিত শর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ার রোগী চিকিৎসা নিতে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, এসময়ে ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তবে এই মুহূর্তে তেমন চাপ নেই। শীতের তীব্রতা বাড়লে ডায়রিয়া, নিউমোনিয়া, শর্দি-কাশি-হাপানি ইত্যাদি রোগীর চাপ বাড়ার শংকা থেকেই যায়।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :