300X70
সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গুলশানে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আজ রোববার রাতে রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এক শিশুসহ মোট ২২ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার পর ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের ঘটনায় ভবনটি থেকে মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ১৭ জন। এছাড়া আটকেপড়া অন্যদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। সবশেষ খবর পর্যন্ত মোট ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী জানিয়েছেন, রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে, এরআগে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

এর আগে, রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

অপরদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম আতিক গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ ভবনটির সামনে এসে পৌঁছেন রাত ৯টা ২০ মিনিটের দিকে।

মেয়র আতিক হ্যান্ড মাইকে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার আহ্বান জানান এবং উৎসুক জনতাকে সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুনের লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের সদরদপ্তর।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে উদ্ধার কাজ করতে বেগ পোহাতে হয়েছে।

এর আগে, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৬টি ইউনিট পাঠানো হয়েছে। এরপর আগুনের তীব্রতা বাড়ায় আরও সাতটি এবং পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে মোট ১৯টি ইউনিট।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৬-৭টি ইউনিট কাজ করছিল।

তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় ইউনিট আরও বাড়ানো হয়। শেষ পর্যন্ত ১৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত ফায়ার সার্ভিস মোট ২২ জনকে জীবিত উদ্ধার করেছে। এর মধ্যে পুরুষ ৯ জল, মহিলা ১২ জন ও শিশু ১ জন। তবে কীভাবে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি।

এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সনাতন রায় জানান, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২তলা ভবনের ৭তলায় আগুন লাগে। আবাসিক ওই ভবনে অনেক পরিবার বসবাস করছে। আগুনে কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী উদ্ধার কাজ করছে।

অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, নাম-পরিচয়হীন আনুমানিক ৩০ বছরের এক ব্যক্তি ভবন থেকে লাফ দিয়ে মারা গেছে। হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে ব্রিফকালে বলেন, ১১ তলা থেকে আরো ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে মহিলা ৮ জন পুরুষ ৪ জন, শিশু ১ জন। এ পর্যন্ত ফায়ার সার্ভিস কর্তৃক মোট জীবিত উদ্ধার ২২ জন।

পুরুষ ৯ জন, মহিলা ১২ জন, শিশু ১ জন।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম আমানুল্লাহর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

জিততে পারবে না জেনেই নির্বাচন নিয়ে বিএনপির তালবাহানা : তথ্যমন্ত্রী

লঞ্চে অগ্নিকাণ্ড: সুগন্ধায় ৫ম দিনেও চলছে উদ্ধার অভিযান

বস্তিতে বসবাসকারী শিক্ষার্থীদের ১ কোটি টাকা বৃত্তি দিবে ডিএনসিসি

গোবিন্দগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

বাউবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

সমাবেশের নামে গন্ডগোলের অপচেষ্টা হলে জনগণকে নিয়ে কঠোর হস্তে মোকাবিলা : তথ্যমন্ত্রী

মিয়ানমারে মোখায় অন্তত ৬০ জনের মৃত্যু, নিখোঁজ চার শতাধিক

ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা অক্ষয়

টেকনাফে গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

ব্রেকিং নিউজ :