সংবাদদাতা, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে এক সাব মাঝিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার দিনগত রাত আড়াইটার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন সাব মাঝি সলিম। বর্তমানে ক্যাম্পের ভেতরে এনজিও সংস্থার পরিচালনাধীন হাসপাতালে তার মরদেহ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।’