নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বীর মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেট থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২২ বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডোর নাম বাদ দেওয়ার বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার হাইকোর্ট এই ঘোষণা দিয়েছে।
আদালত তার পর্যবেক্ষণে বলেছে, সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে বীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা গেজেট বাতিল করার এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই।
এ ধরনের বিষয়ের ক্ষেত্রে সরকার এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।