গোপালগঞ্জ প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন গোপালগঞ্জ জেলা বিচার বিভাগ।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৭টায় গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন প্রাঙ্গণে সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) আলমাচ হোসেন মৃধা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসীর সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ সকলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে মুজিব আদর্শে উদ্বুদ্ধ হয়ে উপস্থিত সকলকে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির কল্যাণে পেশাগত দায়িত্ব পালনে উদাত্ত আহবান জানান।