300X70
সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গোবিন্দগঞ্জে আই,এফ,এম,সি(প্রকল্প)চালুর দাবীতে কর্মহীন কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৬, ২০২১ ১২:০৮ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সমন্বিত খামার ব্যবস্থাপনা আই,এফ,এম,সি(প্রকল্প) চালুর দাবীতে মানববন্ধন ও বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষক সহায়তাকারী সংগঠনের রাজশাহী ও রংপুর অঞ্চলের প্রশিক্ষন প্রাপ্ত কর্মহীন কর্মচারী গনের উদ্যোগে গোবিন্দগঞ্জ ডাকবাংলো সড়কে এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সহায়তাকারী সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,রাজশাহী অঞ্চলের সভাপতি আল-আমিন,সাংগঠনিক সম্পাদক মুনসুর রহমান, রংপুর অঞ্চলের সভাপতি সুজন মিয়া,কেন্দ্রীয় নেতা খাইরুল ইসলাম,কেন্দ্রীয় নেতা জেসমিন সৈয়দি,বগুড়া জেলার সাধারন সম্পাদক আনিছুর রহমান,গাইবান্ধা জেলা নেতা আব্দুল হালিমসহ অন্যরা। বক্তরা, অবিলম্বে প্রকল্প চালু করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান।

এ মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জে বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধে এক কৃষককে মারপিট করে হত্যার চেষ্টা:আহত-২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বসতবাড়ীর সীমানা নিয়ে এক কৃষক কে মারপিট করে হত্যার চেষ্টা ও পরিবারের অন্য সদস্য’রা এই মারপিটে বাঁধা দেওয়ায় তাদেরকেও মারপিট করে আহত করার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের কাজী খায়রুল ইসলামের ছেলে কাজী মাজাহারুল আনোয়ার রাগবীর(৪০)এর সাথে একই গ্রামের মৃত কাজী ছাবেদ আলীর ছেলে কৃষক শাহানুর আলম গংদের বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরধরে গত ১১ আগস্ট ২০২১ইং সন্ধায় শাহানুর আলমগংদের বসত বাড়ীর সীমানা প্রাচীরের মধ্যে একটি পিয়ারা গাছ লাগানোকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে মাজাহারুল আনোয়ার গংরা লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে শাহানুর আলমকে এলোপথারি মারপিট করে হত্যার চেষ্টা করে।

এ অবস্থা দেখে শাহানুর আলমের পরিবারের সদস্যরা এগিয়ে গেলে তাদেরকে মারপিট করে আহত করে। এসময় কৃষক শাহানুর আলমের পকেটে থাকা কিছু টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।এবং শাহানুর আলমের স্ত্রীকে শ্লীলতাহানী ঘটনায়। এঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ শাহানুর আলম বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলা করার পর প্রতিপক্ষ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ধামকি করছেন বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানায়।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :