বঙ্গবন্ধুর ছবি ছিড়ে ফেলা ও আসবাবপত্র ভাংচুরের ঘটনা
ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি: গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে রাখা বঙ্গবন্ধু ও প্রধানন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ছিড়ে ফেলা ও আসবাবপত্র ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ৪টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু’র পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, যুগ্ম-সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান সংসদ সদস্যের সমন্বয়কারী কৃষিবিদ আব্দুলাহ আল হাসান চৌধুরী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, উপ প্রচার সম্পাদক আধ্যক্ষ আব্দুর নূর, উপ দপ্তর সম্পাদক মাহামুদু হাসান মন্ডল মাসুদ, সাবেক জেলা যুবলীগ নেতা আলতা মাসুম শিল্পী, উপজেলা যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট প্রমুখ।
অন্যদিকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদকে হেয় করার জন্য এই ভাঙ্গচুর সহ আনা অন্যান্য অভিযোগগুলি সাজানো উল্লেখ করে একই স্থানে বিকাল সাড়ে ৫ টার দিকে আরো একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান নজমু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শাহিন আকন্দ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক খন্দকার হামিদুল ইসলাম, উপজেলা প্রজন্মলীগের আহবায়ক রিফাত তারিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন সাদ্দাম প্রমুখ।
বক্তরা অবিলম্বে এই ষড়যন্ত্র মূলক কর্মকান্ড বন্ধ করে বঙ্গবন্ধুর ছবি ব্যানার অবমাননার সাথে জড়িতদের বিচার দাবী করেন। তারা বলেন মুখোশধারী আওয়ামীলীগ নেতা থেকে জনগণকে সাবধান থাতে হবে।