300X70
বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তের ধারাল অস্ত্রে আঘাতে হোটেল শ্রমিক নিহত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৪, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ

ফারুক হোসেন, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তের ধারাল অস্ত্রে আঘাতে লুৎফর রহমান (৩০) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ শহরের ঝিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত লুৎফর রহমান উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র। সে শহরের বিভিন্ন হোটেল শ্রমিকের কাজ করত।

পুলিশ ও স্থানীয়রা জানান সকালে শহরের ঝিলপাড়া এলাকায় অজ্ঞাতনামা কিছু দুবৃর্ত্ত লুৎফর কে ধারাল দ্বারা আঘাত করে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন গুরুত্বর জখম অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন বগুড়া শজিমেক হাসাপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কারা তাকে ধারাল অস্ত্রের আঘাত করেছে তা অনুসন্ধান চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে তার সাথে একটি মোবাইল নিয়ে কপিতয় যুবকের দন্দ¦ ছিল। সব বিষয় সামনে রেখে তদন্ত চলছে। মামলা দায়েরের পক্রিয়া অব্যহত রয়েছে।

আসামীর হামলায় পুলিশ কনস্টেবল আহত :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মামলার আসামীদের হামলায় ছামছুল নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের হাবিবপুর প্রধান পাড়ায় এ ঘটনা ঘটে। আহত ছামসছুল ওই গ্রামের মোজাফ্ফর প্রধানের পুত্র এবং মাদারীপুর হাইওয়ে পুলিশের একজন কনষ্টেবল। এ ব্যাপারে আহত ব্যক্তির ভাই হামিদুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানার একটি মামলা দায়েরে করেছে।

মামলায় উল্লেখ করা হয় একই গ্রামের মৃত জামাল উদ্দীনের পুত্র আবু তাহের, শাহিন প্রধান সহ তাদের লোকজনের নামের ইতিপূর্বে থানায় একটি মারপিটের মামলা রয়েছে।

এরই জের ধরে গত রাতে গ্রাম্য সম্পর্কে মামা খাজা মিয়ার বাড়ীতে ছামসুল ও তাউয়াই ফজল জমির কাগজপত্র ফারাজ করার সময় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই মামলার আসামীরা সংঘবদ্ধ হয়েছে লাঠিশোঠা, ধারাল অস্ত্র, লোহার রড দিয়ে পুলিশ কনস্টেবল ছামছুলের ওপর হামলা করে এলাপাথারি মারপিট করতে থাকে।একপর্যয়ে হামলাকারীরা ধারাল অস্ত্রদিয়ে তার মাথায় আঘাত করে নগদ ৭১ হাজার টাকা ও মুল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। ছামছুলকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় আরো মামলার এজাহার দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান এ ব্যপারে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :