গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাবাড়ি খেলোয়াড়কল্যাণ সমিতির আয়োজনে মরহুম জুলফিকার মাহমুদ খসরু স্মৃতিফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঘোড়াঘাট একাদশকে ২-১ গোলে পরাজিত করেপীরগঞ্জ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ওবিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন।
এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুরুশদ মোঃ শরিফুল ইসলাম জজ,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু।
কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপের সভাপতিত্বে খেলার ট্রফি বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না,গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার,যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু প্রমুখ। শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে প্রধান ও বিশেষ অতিথি ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন।