গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ মাদকবিরোধী শপথ নিলেন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। শনিবার গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ চত্বরে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছাত্র-ছাত্রীরা এ শপথ নেয়। শপথ বাক্য পাঠ করান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুস সবুর মন্ডল পিএএ।
উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, সরকারি কলেজের সকল শিক্ষক, সাংবাদিক,সুধীবৃন্দ ও অত্র কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি মাদকদ্রব্যে নানা ক্ষতিকর বিষয় নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং মাদকদ্রব্য পরিহার করতে শিক্ষার্থীসহ সকলের প্রতি আহবান জানান।