প্রতিনিধি, গোবিন্দগঞ্জ: গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের অন্যত্র বদলি জনিত বিদায় উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদএবং অফিসার্স ক্লাবের আয়োজেনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধূরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এসময় অফিসার্স ক্লাবের সভাপতি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন এ উপজেলায় তার কর্মকালিন সময়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাকিলা বেগম, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মজিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলাম, সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার রমজান আলী সরকার, মৎস্য খামার ব্যবস্থাপক আলতাফ হোসেন চৌধুরী, দারিদ্র বিমোচন অফিসার আবুল হাসনাত ম্াহমুদ, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি কামদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, হরিরামপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী সাজু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, সাংগঠনিক সম্পাদক এসএম কবির রাসেল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বোরজাহান কবির প্রমুখ।
সংসদ সদস্যের সহধর্মিনী, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী ও উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।