গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাঙ্গালী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ এলাকার বাঙ্গালী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম,মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের আতিকুর রহমান আতিকসহ অন্যরা। এ খেলা বিভিন্ন এলাকার মোট ৮ টি নৌকা কাইচ অংশ নেয়। প্রথম দিনে বাইচ খেলায় ৩ নৌকা বিজয়ী ও একটি ড্র করে। এ বিষয়ে প্রধান অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এই আয়োজন করা হয়েছে। এ খেলায় ঢাক-ঢোলের তালে তালে নদীতে নামানো হয় বেশকিছু নৌকা। আর প্রতিযোগিতা পুর্ব মূহূর্ত নদীরে দুই ধারে উৎসুক জনতার ভিড় জমে। এ খেলাটি উপভোগ করতে নদীর তীরে জন¯্রােতে পারিণত হয়। দূর-দূরান্ত থেকে আগত নারী-পুরুষের ঢল নামে।