নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সম্প্রতি গ্লোবাল ইসলামী ব্যাংক ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৪ জন কর্মকর্তা-কর্মচারীকে ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান করেছে।
ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কারপ্রাপ্তরা হলেন ধানমন্ডি শাখার ভিপি ও শাখা ব্যবস্থাপক কাজী আনোয়ারুল আজম, খাতুনগঞ্জ শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মোক্তারুল ইসলাম, উলুখোলা শাখার এভিপি ও শাখা ব্যবস্থাপক ফজলুল কবির চৌধুরী এবং প্রধান কার্যালয়ের পিয়ন আরফাদুল হক।
পেশাগত জ্ঞান, দক্ষতা ও সততার নিদর্শনসহ ২০ টি সূচকে সর্বোচ্চ ফলাফলের জন্য নিজ নিজ ক্যাটাগরিতে তারা এই পুরস্কারপ্রাপ্ত হন। পুরস্কার হিসেবে তাদের হাতে সম্মাননা সনদ ও চেক প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের শুদ্ধাচার পুরস্কার নীতিমালার সাথে সমন্বয় রেখে আর্থিক প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা প্রদান করেছে তার-ই ধারাবাহিকতায় এই ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান করা হয়েছে ।