নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর পুরান ঢাকার চকবাজারের একটি সিরামিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬ ইউনিট।
এ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে চকবাজার বিসমিল্লাহ টাউয়ারের পাশে ৫ তলা ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে আগুন।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১১ টার দিকে খবর পেয়ে ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট পৌঁছে অগ্নিনির্বাপণে কাজ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরো ১ টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।