সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় দুই নিরাপত্তারক্ষীর মধ্যে মারামারির ঘটনায় ওসমান গনি (৪০) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (৫ জুলাই) দিবাগত রাতে থানার দেওহানহাট এলাকার সিএসডি (সেন্ট্রাল সাপ্লাই ডিপো) খাদ্য গুদামে এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গুদামে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তার বাবার নাম তজু মিয়া।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, গুদামে দুই নিরাপত্তারক্ষীর মধ্যে তর্কাতর্কি এবং একপর্যায়ে মারামারি হয়। এতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।