সংবাদদাতা, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে সেলফি তোলার সময় পড়ে গিয়ে রোহান আহমেদ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে খুলনাগামী নকশীকাথাঁ এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় পৌঁছালে সিগন্যালে ধাক্কা লেগে পড়ে যায় রোহান।
নিহত রোহান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মোহাম্মদ রায়হানের ছেলে এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।
স্থানীয়রা জানায়, সোমবার বিকালে ফার্মপাড়া এলাকার সিগন্যালের ধাক্কায় এক কিশোর পড়ে যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর কিশোরের পরিচয় মেলে।
চুয়াডাঙ্গা সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, চলন্ত ট্রেনে রেলের ট্রাফিক সিগন্যালে ধাক্কা লেগে পড়ে যায় রোহান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয় এবং রাতেই ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।